kalerkantho


‘ভোগ’-এর ভারতীয় সংস্করণে বাংলাদেশের মডেল

৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ ‘ভোগ’-এর ভারতীয় সংস্করণে বাংলাদেশের মডেল

বিশ্ববিখ্যাত ম্যাগাজিন ‘ভোগ’-এর ভারতীয় সংস্করণের অক্টোবর সংখ্যার প্রচ্ছদ হচ্ছেন বাংলাদেশের মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া—খবরটি আগেই ছাপা হয়েছিল। নতুন খবর হলো, সংখ্যাটি এখন বাজারে। ভোগ ইন্ডিয়ার নবম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এটি সাজানো হয়েছে। প্রচ্ছদে পিয়ার সঙ্গে আরো রয়েছেন ভারতের পূজা মোর, শ্রীলঙ্কার শেনেলে রদ্রিগো, নেপালের বর্ষা থাপা, ভুটানের দেকি ওয়াঙমো এবং মালদ্বীপের রাউধা আথিফ। গত জুলাইয়ে মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে প্রচ্ছদটির ফটোশুটে অংশ নেন সবাই। এবারই প্রথম এই ম্যাগাজিনের প্রচ্ছদে উঠে এলো বাংলাদেশের কারো মুখ।


মন্তব্য