kalerkantho


এবার ট্যাটু থেকেও বাদ

৭ অক্টোবর, ২০১৬ ০০:০০এবার ট্যাটু থেকেও বাদ

বিচ্ছেদের পর নিজের জীবন থেকে পুরোপুরিভাবে ব্রাড পিটের নাম মুছে ফেলতে চান অ্যাঞ্জেলিনা জোলি। প্রথমে বাড়ি ছাড়া, এরপর ব্রাডের সঙ্গে ছবি করতে অস্বীকৃতি জানানো। এবার নিজের শরীর থেকে ব্রাড সম্পর্কিত সব ট্যাটু মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র মতে, ব্রাডের ওপর তিনি প্রচণ্ড বিরক্ত। বিচ্ছেদের আবেদনের পর ব্রাড অনেক চেষ্টা করলেও জোলি তাঁর সঙ্গে কথা বলেননি। নিজের মোবাইল ফোনে ব্রাডের নাম্বারও ব্লক করে রেখেছেন। এখন শরীর থেকে ট্যাটুগুলোও যত দ্রুত সম্ভব মুছে ফেলতে চান। ব্রাডকে উৎসর্গ করে বিভিন্ন সময়ে পিঠ, হাতের বাহুসহ নানা জায়গায় ট্যাটু করেন জোলি। বিচ্ছেদের পর সাবেকদের ট্যাটু মুছে ফেলার ঘটনা অবশ্য জোলির জন্য এই প্রথম নয়। দ্বিতীয় স্বামী বিলি বব থর্নটনের সঙ্গে বিচ্ছেদের পরও তাঁকে উৎসর্গ করা সব ট্যাটু মুছে দিয়েছিলেন তিনি।


মন্তব্য