kalerkantho


পূজামণ্ডপে পিয়ার নাচ

রংবেরং প্রতিবেদক   

৭ অক্টোবর, ২০১৬ ০০:০০পূজামণ্ডপে পিয়ার নাচ

পূজামণ্ডপে নাচলেন মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘পূজা এলো’ শিরোনামে একটি গান করেছেন ন্যান্সি। গানটির ভিডিও নির্মাণের জন্য তৈরি করা হয় পূজামণ্ডপ। সেখানেই নাচলেন পিয়া।

পিয়া বলেন, ‘ছোটবেলায় বন্ধুদের সঙ্গে পূজামণ্ডপে ঘুরতে যেতাম। অনেক মজা করতাম। কিন্তু ব্যস্ততার কারণে এখন আর যাওয়া হয় না। এই ভিডিওর মডেল হতে গিয়ে ছোটবেলায় স্মৃতিতে ফিরে গিয়েছি। কাজটি খুব এনজয় করেছি।’

তিনি আরো বলেন, ‘ধর্ম নিয়ে কোনো রকম গোঁড়ামি আমার পছন্দ নয়। আমার মতে, ধর্ম যার যার, উৎসব সবার।’

ভিডিওটিতে পিয়ার সঙ্গে মডেল হয়েছেন নায়ক শিপন। এতে আরো অংশ নিয়েছেন বিভিন্ন অঙ্গনের কয়েকজন তারকা।

গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর মিলন, সংগীতায়োজনে এমএমপি রনি। ন্যান্সির সঙ্গে কোরাসে কণ্ঠ দিয়েছেন মিলন ও সাফায়েত। ভিডিও পরিচালনায় সৈকত রেজা।


মন্তব্য