kalerkantho

টিভি হাইলাইটস

৬ অক্টোবর, ২০১৬ ০০:০০টিভি হাইলাইটস

নিশিপুত্র

মিউজিক স্টেশন-এ গুরু-শিষ্য

আরটিভিতে রাত ১১টা ২০ মিনিটে প্রচারিত হবে নিয়মিত লাইভ স্টুডিও কনসার্ট‘মিউজিক স্টেশন’। অতিথি সংগীতশিল্পী সফি মণ্ডল এবং তাঁর শিষ্য ক্লোজআপ ওয়ান খ্যাত সালমা। অনুষ্ঠানে নিজেদের জনপ্রিয় গানগুলোর পাশাপাশি শ্রোতা পছন্দের গানগুলো শোনাবেন তাঁরা। শেয়ার করবেন সংগীতজীবনের নানা গল্প।

 

নিশিপুত্র

মাছরাঙা টেলিভিশনে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রয়েছে টেলিফিল্ম‘নিশিপুত্র’। রচনায় ইকবাল হোসাইন, পরিচালনায় ফরিদ উদ্দিন মোহাম্মদ। অভিনয়ে আজাদ আবুল কালাম, মৌটুসী বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। এক লেখকের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে রশীদ। টাকার বিনিময়ে রশীদের কাছে তার জীবনের গল্প শুনতে চায় লেখক। ছোট্ট সুখী পরিবার থেকে তার চোর হয়ে ওঠার গল্প শোনায় সে রাতভর।

 

গ্রে’স অ্যানাটমি

সার্জন এলিস গ্রের মেয়ে মেরেডিথ গ্রেসহ পাঁচ তরুণ ইন্টার্ন চিকিৎসকদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে ধারাবাহিক‘গ্রে’স অ্যানাটমি’। চলছে সিজন ১২। নির্মাতা সোনডা রাইমেস। অভিনয়ে ইলেন পোমপে, জাস্টিন চেম্বারস, চন্দ্র উইলসন। দেখা যাবে দুপুর ১২টা ৩০ মিনিট ও রাত ৯টা ৩০ মিনিটে, জি ক্যাফেতে।

 

কিলার লেপার্ডস

চিতাবাঘের এক ভয়াবহ শিকারের অভিযান নিয়ে‘ম্যানিটার ম্যানহান্ট : কিলার লেপার্ডস’। যে অভিযানে উঠে এসেছে একজন মানুষের ওপর চিতাবাঘের আক্রমণ ও হত্যার পর ভক্ষণের বিস্তারিত। দেখা যাবে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে, ন্যাট জিও ওয়াইল্ডে।


মন্তব্য