kalerkantho

ভাইরাল ইতিশা

রংবেরং প্রতিবেদক   

৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ভাইরাল ইতিশা

২০১২ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় চতুর্থ হন ইতিশা। এরপর এশিয়া প্যাসিফিক ট্যালেন্ট ওয়ার্ল্ড, মিস গ্লোব ইন্টারন্যাশনাল, ফেস অব বিউটি, মিস হেরিটিজসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন তিনি। গত বছর শাহীন সুমনের‘জিরো থেকে হিরো’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক। এর মধ্যে বেশ কিছু নাটক ও টেলিছবিতেও অভিনয় করেছেন ইতিশা। সম্প্রতি ফেসবুকে কিছু বিকিনি পরা ছবি পোস্ট করেছেন তিনি। সেগুলো ভাইরাল হয়ে পড়েছে সামাজিক এই যোগাযোগ মাধ্যমে। ইতিশা বলেন, ‘কিছু ফটোশুটের জন্য এই ধরনের পোশাক পরেছি। ছবিগুলো আন্তর্জাতিক প্রতিযোগিতায় জমা দিতে হবে। এর মধ্যে কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছি। কে জানত, ছবিগুলো এমনভাবে ছড়িয়ে পড়বে!’ ইতিশা নায়ক ফারুকের নাতনি।


মন্তব্য