kalerkantho


বিবারকে করব বিয়ে

রংবেরং ডেস্ক   

৬ অক্টোবর, ২০১৬ ০০:০০বিবারকে করব বিয়ে

এক টক শোতে হাজির হয়েছিলেন ব্রিটনি স্পিয়ার্স। সেখানেই‘ক্রেজি’ গায়িকাকে ঠাট্টাচ্ছলে করা হয় প্রশ্নটা। টিভি শো‘লুজ ওম্যান’-এর গেমে হাজির হলে কাকে বিয়ে করতে, চুমু খেতে আর এড়িয়ে যেত চান?

জাস্টিন বিবার, সাইমন কাওল নাকি ম্যাডোনা—বেছে নিতে হবে এই তিনজন থেকেই। উত্তরে প্রথমেই‘সরি’ গায়কের নাম নিয়ে ব্রিটনি বলেন, ‘বিবারকে বিয়ে।’ আর চুমু? কিছুক্ষণ চুপ করে থেকে এবারও একই উত্তর দেন তিনি। জানান, এড়িয়ে যেতে চান সিমন আর ম্যাডোনাকে। মজা বাদ দিয়ে পরে সিরিয়াসলি প্রেম নিয়ে জানতে চাওয়া হয় গায়িকার কাছে। জানিয়েছেন, গত বছর বিচ্ছেদের পর থেকেই‘একা’ তিনি। এতেই নাকি বেশ ভালো আছেন, আপাতত প্রেম-ট্রেম আর নয়।


মন্তব্য