kalerkantho

টিভি হাইলাইটস

৫ অক্টোবর, ২০১৬ ০০:০০টিভি হাইলাইটস

ঝামেলা আনলিমিটেড

ঝামেলা আনলিমিটেড

আজ আরটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ঝামেলা আনলিমিডেট’। রচনা আহসান আলমগীর। পরিচালনায় শামীম জামান। প্রতি বুধ, বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে এটি। অভিনয়ে মোশাররফ করিম, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, শামীম জামান, ফারুক আহমেদ, আ খ ম হাসান, তারেক স্বপন, নয়ন, প্রভা, সোনিয়া হোসেন, শৈলী, সেলিনা আফ্রি, আমানুল হক হেলাল, কল্যাণ কোরাইয়া প্রমুখ।

‘মিউজিক ক্লাব’ এ জলের গান

বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ আজকের অতিথি ব্যান্ড ‘জলের গান’। সরাসরি এ অনুষ্ঠানে ফোন করে দলের সদস্যদের সঙ্গে কথা বলতে এবং গানের অনুরোধ করতে পারবেন দর্শক। প্রচারিত হবে রাত ১১টা ২৫ মিনিটে। উপস্থাপনায় আরজে নীরব।

ব্রেকিং ব্যাড

রসায়নের শিক্ষক ওয়াল্টার হোয়াইট। এমনিতে আর্থিক অবস্থা ভালো নয়, এমন সময় তাঁর ফুসফুসে ধরা পড়ে ক্যান্সার। তাহলে তাঁর মৃত্যুর পর পরিবারের কী হবে? পরিবারের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার কথা ভেবে ওয়াল্টার জড়িয়ে পড়েন অপরাধজগতে। সঙ্গী প্রাক্তন ছাত্র জেসি পিংকম্যান। পরিচালনায় মিশেল ম্যাকলারেন। দেখা যাবে আজ বিকেল ৩টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, এএক্সএনে।

ডাইনামো : ম্যাজিশিয়ান ইমপসিবল

দিব্যি কেউ দশতলা ভবনের শরীর বেয়ে নেমে আসছে, আস্ত একটা মোবাইল ঢুকে গেল বোতলের সরু মুখ দিয়ে, কিংবা বিজ্ঞানকে বুড়ো আঙুল দেখিয়ে কেউ হেঁটে যাচ্ছে পানির ওপর দিয়ে। এমনই সব অসম্ভব আর অবাক করা জাদু নিয়ে ‘ডাইনামো : ম্যাজিশিয়ান ইমপসিবল’। দেখা যাবে আজ রাত ১১টা ৩০ মিনিটে, হিস্ট্রি টিভিতে।


মন্তব্য