kalerkantho


গানে গানে লেডি গাগার প্রাক্তন

রংবেরং ডেস্ক   

৫ অক্টোবর, ২০১৬ ০০:০০এই জুলাইতেই টেইলর কিনির সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ভেঙেছে। বিচ্ছেদের যন্ত্রণায় লেডি গাগা তৈরি করেছেন নতুন গান ‘জোয়ান’। জানিয়েছেন, তাঁর নতুন অ্যালবামের সব গানেই তাঁর জীবনে আসা প্রেমিকদের কথা থাকবে। ‘আপনি যখন অ্যালবামটি শুনবেন, বুঝতে পারবেন, এটা আমার জীবনে আসা সঙ্গীদের নিয়ে। গানে গানে সম্পর্কগুলো খুঁজে দেখার চেষ্টা করেছি। সংগীত এটা করার জন্য খুব ভালো, কারণ এটা গভীরে যেতে পারে’—বলেন ‘ব্যাড রোমান্স’ গায়িকা। অ্যালবামের গানগুলো প্রাক্তন প্রেমিকদের নিয়ে হলেও প্রথম গান ‘জোয়ান’-এর নাম দিয়েছেন নিজের প্রয়াত ফুফুর নামে। কারণ? ‘জোয়ান বড় ভালো মেয়ে ছিল। আমিও সব সময়ই তার মতো হতে চেয়েছি।’


মন্তব্য