kalerkantho

সোমবার । ২০ ফেব্রুয়ারি ২০১৭ । ৮ ফাল্গুন ১৪২৩। ২২ জমাদিউল আউয়াল ১৪৩৮।


অভিনয়কে মারুফের না

রংবেরং প্রতিবেদক   

৫ অক্টোবর, ২০১৬ ০০:০০অভিনয়কে মারুফের না

আপাতত নতুন কোনো ছবিতে আর অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন কাজী মারুফ। এর মধ্যে শুটিং শুরু হওয়া এমদাদুল হক মিজানের ‘বেপরোয়া প্রেমিক’ ছবি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। তা ছাড়া চুক্তিবদ্ধ হওয়া দুটি ছবি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। হুট করে এমন সিদ্ধান্তের কারণ জানতে চাইলে মারুফ বলেন, ‘এখন ছবির ব্যবসা ভালো নয়। একটি ছবিও লগ্নীকৃত অর্থ ফেরত আনতে পারছে না। তা ছাড়া ব্যবসাটি একটি প্রযোজনা প্রতিষ্ঠানের হাতে জিম্মি। আমি চাই না এই দুঃসময়ে আমার পেছনে একজন প্রযোজক অর্থ লগ্নি করে পথে বসুক। যত দিন এই অবস্থার উন্নতি না হয়, তত দিন আমি আর ক্যামেরার সামনে আসব না। ’ মারুফ অভিনীত শেষ ছবি ফিরোজ খান প্রিন্সের ‘মাস্তানি’। ছবিটি এ বছরের ১৯ আগস্ট মুক্তি পায়।


মন্তব্য