kalerkantho


এতিম শিশুদের খাওয়াবেন প্রসূন

রংবেরং প্রতিবেদক   

৫ অক্টোবর, ২০১৬ ০০:০০এতিম শিশুদের খাওয়াবেন প্রসূন

এতিম শিশুদের প্রতিষ্ঠান ‘শিশুস্বর্গ’র সঙ্গে আগে থেকেই জড়িত লাক্স তারকা প্রসূন আজাদ। বিশেষ দিনগুলোতে সেখানে গিয়ে এতিম শিশুদের সঙ্গে সময় কাটান তিনি। সাধ্য অনুযায়ী সাহায্য করেন। এবার নতুন উদ্যোগ নিয়েছেন প্রসূন। ৭ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে এতিম শিশুদের জন্য খাবারের আয়োজন করবেন তিনি। ঢাকার যেকোনো প্রান্ত থেকে এতিম শিশুরা এদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেখানে উপস্থিত হয়ে খাবার খেতে পারবে। প্রসূন বলেন, ‘আমি একজন সাধারণ মানুষ। সব সময় এই শিশুদের মুখে হাসি দেখতে চাই। ওরা সামান্যতেই খুব খুশি হয়। অল্প কয়েক দিনেই প্রতিষ্ঠানটির সদস্য বেড়ে গেছে। এরই মধ্যে আমাদের বাজেট শূন্যের ঘরে। চাইলে যে কেউ সাহায্য করে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে পারেন।’ তিনি আরো বলেন, ‘৭ অক্টোবর আমরা ভালো কিছু রান্না করতে চাই। সাধারণত যে খাবারগুলোর নাম ওরা শুনেছে কিন্তু অর্থাভাবে খেতে পারেনি, ঠিক সেই খাবারগুলোই ওদের মুখে তুলে দেওয়ার চেষ্টা করব।’


মন্তব্য