kalerkantho


শমরিতায় শাহনাজ রহমতউল্লাহর আড্ডা

রংবেরং প্রতিবেদক   

৪ অক্টোবর, ২০১৬ ০০:০০শরীর চেকআপ করার জন্য ১ অক্টোবর তেজগাঁওয়ের শমরিতা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান গায়িকা শাহনাজ রহমতউল্লাহ। চেকআপ শেষে হাসপাতালের ডাক্তার, শিক্ষার্থী ও রোগীদের সঙ্গে তিন-চার ঘণ্টা সময় কাটান। মেতে ওঠেন অন্য রকম এক আড্ডায়। ঘুরে দেখেন হাসপাতালটির বিভিন্ন কক্ষ। এ সময় শাহনাজ রহমতউল্লাহর সঙ্গে ছিলেন হাসপাতালের সহকারী অধ্যাপক, গীতিকার, সুরকার ও গায়ক ইকবাল হোসেন, শিক্ষার্থী সংগীতশিল্পী ঐশী প্রমুখ। ইকবাল হোসেন বলেন, ‘মূলত আমার কারণেই তিনি এখানে আসেন। তাঁকে পেয়ে সবাই বেশ আনন্দিত। আমরা তাঁর সঙ্গে অনেক গল্প করি, একসঙ্গে চা পান করি।’ ঐশী বলেন, ‘এভাবে এমন একজন গুণী শিল্পীর সান্নিধ্য পাব ভাবিনি। তিনি খুব আগ্রহ নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন, সময় দিয়েছেন। অনেক কিছু শেয়ার করেছেন। এটা আমাদের জন্য অন্য রকম এক অভিজ্ঞতা।’


মন্তব্য