kalerkantho


শাওয়ার নিতে নিতে খান জেসিকা

রংবেরং ডেস্ক   

৩ অক্টোবর, ২০১৬ ০০:০০তারকাদের নানা ব্যস্ততা থাকে। বাড়িতে আয়েশি ভঙ্গিতে খাওয়ার সুযোগ সব সময় হয় না। অনেক তারকাকে হাঁটতে হাঁটতে বা গাড়িতে চলতে চলতে খাবার খেতে দেখা যায় হরহামেশাই। তাই বলে বাথরুমে শাওয়ারের নিচে খাওয়া! হ্যাঁ, ঘটনা এমনটাই। এই কাণ্ডটি করেছেন অভিনেত্রী জেসিকা বিল। তবে ব্যস্ততা থেকে নয়, ‘শাওয়ার ইট’ ব্যাপারটা তিনি প্রায় নিয়মিতই করে থাকেন। এক টুইটে অভিনেত্রী লিখেছেন, ‘সত্যি, আমি শাওয়ার নিতে নিতে খাই। আপনারাও করে দেখতে পারেন।’ টুইটের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন ৩৪ বছর বয়সী অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে এক কাপ এসপ্রেসো আর একটি ফাঁকা প্লেট। কী ছিল প্লেটে? উত্তরটাও টুইটে দিয়ে রেখেছেন তিনি, ‘চিকেন অ্যাপল সস শেষ করলাম।’


মন্তব্য