kalerkantho


নগরবাউল জেমসের জন্মদিন

৩ অক্টোবর, ২০১৬ ০০:০০নগরবাউল জেমসের জন্মদিন

গতকাল ছিল নগরবাউল জেমসের জন্মদিন। দিনটিতে অন্য রকম এক ঘটনা ঘটালেন গায়কের ভক্ত প্রিন্স মোহাম্মদ। ১২ ফুট দৈর্ঘ্য-প্রস্থের একটি কেক বানিয়ে ভ্যানে করে রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে বেড়িয়েছেন তিনি, যাতে জেমসের কয়েকটি ছবি শোভা পাচ্ছে। একটি ছবিতে জেমসের সঙ্গে প্রিন্সও রয়েছেন। কেকের মধ্যে শুভেচ্ছাবার্তায় লেখা হয়েছে, ‘২ অক্টোবর। শুভ জন্মদিন গুরু জেমস। বেঁচে থাকুন অন্তত এক কোটি বছর।’


মন্তব্য