kalerkantho

রবিবার । ১১ ডিসেম্বর ২০১৬। ২৭ অগ্রহায়ণ ১৪২৩। ১০ রবিউল আউয়াল ১৪৩৮।

দেবীর সাজে মিম

রংবেরং প্রতিবেদক   

২ অক্টোবর, ২০১৬ ০০:০০দেবীর সাজে মিম

হাতে ত্রিশূল, নাকটানা, টানা টানা চোখ, সিঁথি ভরা সিঁদুর, শরীর ভর্তি গয়না—এ যেন অন্য এক বিদ্যা সিনহা মিম। ৩০ সেপ্টেম্বর রাতে এমন একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করে ‘শুভ মহালয়া’ জানিয়েছেন তিনি।

বলেন, ‘ছোটবেলায় অনেকবার দেবীর সাজে সেজেছি। তবে এবার একটু অন্য রকম লাগছে। ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার তত্ত্বাবধানে একটি ফটোশুটে আমাকে এইভাবে সাজতে হয়েছে। শুটটা ছিল ‘বিশ্ব রঙ’-এর। ছবিগুলো ২৭ সেপ্টেম্বর হাতে পেয়েছি। কিন্তু অপেক্ষায় ছিলাম মহালয়ার। সবাইকে অগ্রিম পূজার শুভেচ্ছা। ’


মন্তব্য