kalerkantho


পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক

বলিউড তারকাদের সমর্থন পাকিস্তানি শিল্পীরা নিষিদ্ধ

রংবেরং ডেস্ক   

১ অক্টোবর, ২০১৬ ০০:০০উরিতে সন্ত্রাসী হামলার পর থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হচ্ছিল। এর প্রভাব পড়েছে বলিউডেও। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে ভারতের ভাষায় পাকিস্তানি সীমান্তের কয়েকটি জঙ্গি ঘাঁটিতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বা অতর্কিত হামলা করে ভারতীয় বাহিনী। এতে অনেক জঙ্গি হতাহতের কথা দাবি করা হয়েছে দেশটির পক্ষ থেকে। এ হামলার সমর্থনে মুখ খুলেছেন ভারতের চলচ্চিত্র তারকারা। জন আব্রাহাম বলেন, ‘আমরা গর্বিত। এই সার্জিক্যাল অ্যাটাক আরো আগেই হওয়া উচিত ছিল।’ একই সুরে কথা বলেছেন অক্ষয় কুমার ও বরুণ ধাওয়ান। অক্ষয় টুইট করেন, ‘যেভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপারেশন হয়েছে, সত্যিই ভারতীয় সেনাবাহিনী নিয়ে গর্ব হচ্ছে আমার। এটা সরকারের সময়োপযোগী সাহসী পদক্ষেপ।’ বরুণ ধাওয়ান লিখেছেন, ‘ভারতীয় সরকারকে অভিনন্দন, সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধের জন্য আমাদের সেনাবাহিনীর জন্য গর্বিত।’ একই রকম বক্তব্য দিয়ে টুইট করেছেন রিতেশ দেশমুখও।

এদিকে চলমান বিতর্কের মধ্যেই ভারতে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করেছে একটি সংগঠন। বৃহস্পতিবার ‘দ্য ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসার অ্যাসোসিয়েশন’ এক বিবৃতিতে জানিয়েছে, পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত এটা চলবে। তবে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ বা ‘রইস’-এর মতো আরো কয়েকটি ছবি আছে, যেগুলোতে পাকিস্তানি শিল্পীরা অভিনয় করেছেন। মুক্তির অপেক্ষায় থাকা এসব ছবির ভবিষ্যৎ কী সেটা জানা যায়নি। ছবি দুটির পরিচালক ও অভিনেতা শাহরুখ খান বিষয়টি নিয়ে একটি গোপন বৈঠক করেছেন বলে খবরে প্রকাশ। যদিও এ ব্যাপারে তাঁদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


মন্তব্য