kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০১৬। ২৫ অগ্রহায়ণ ১৪২৩। ৮ রবিউল আউয়াল ১৪৩৮।

সাপের ভয়

রংবেরং ডেস্ক   

১ অক্টোবর, ২০১৬ ০০:০০সাপের ভয়

২০০১ সালে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে ব্রিটনি স্পিয়ার্সের পারফরম্যান্স নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। কারণ মঞ্চে একটি পাইথন নিয়ে নেচেছিলেন তিনি।

ওই প্রথম, ওই শেষ। এরপর সাপ নিয়ে পারফরম্যান্স তো দূরের কথা, সাপ আছে এমন জায়গার আশপাশেও যাননি তিনি। কারণ? আগে থেকেই এ সরীসৃপকে ভীষণ ভয় পান ব্রিটনি, ‘সাপ? ওরে বাবা! ছোটবেলা থেকেই এটাকে খুব ভয় পাই আমি। আর সেটা এখনো আগের মতোই আছে। সেবার [এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে] যে কী ভেবে রাজি হয়েছিলাম কে জানে! ভয় তখনো ছিল কিন্তু নাচার সময় কেন জানি কিছু পরোয়া করিনি। ’

সেবার যাই হোক আর কখনো সাপ নিয়ে পারফর্ম করার ইচ্ছা নেই ৩৪ বছর বয়সী গায়িকার, ‘যা হওয়ার হয়ে গেছে, আর না। সাপের নাম শুনলেই আমি ভয়ে শিউরে উঠি। ’

 


মন্তব্য