kalerkantho


চলে গেলেন সালমা সুলতানা

রংবেরং প্রতিবেদক   

১ অক্টোবর, ২০১৬ ০০:০০চলে গেলেন সালমা সুলতানা

সত্তর ও আশির দশকের নন্দিত নজরুলসংগীত শিল্পী সালমা সুলতানা আর নেই। ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ৮টায় মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কণ্ঠশিল্পী আবিদা সুলতানার ছোট বোন তিনি। তাঁদের ছোট ভাই সংগীত পরিচালক শওকত আলী ইমন বলেন, ‘দীর্ঘদিন ধরে আপা কিডনির সমস্যায় ভুগছিলেন। প্রায় ২১ বছর আগে তাঁর কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা হয়। কিন্তু ছয় মাস ধরে আবার সমস্যা দেখা দেয়। ডাক্তার অক্লান্ত পরিশ্রম করেও শেষ রক্ষা করতে পারলেন না। আপার জন্য সবার কাছে দোয়া চাই।’ সালমা সুলতানা সংগীত পরিচালক আলাউদ্দীন আলীর স্ত্রী ছিলেন। তাঁদের মেয়ে আলিফ আলাউদ্দীনও সংগীতশিল্পী। গতকাল বাদ জুমা গুলশান আজাদ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।


মন্তব্য