kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০১৬। ২৪ অগ্রহায়ণ ১৪২৩। ৭ রবিউল আউয়াল ১৪৩৮।

হ্যাকড

রংবেরং প্রতিবেদক   

১ অক্টোবর, ২০১৬ ০০:০০হ্যাকড

লাক্স তারকা মৌসুমী হামিদের ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর দুপুর ১২টায় প্রথম বুঝতে পারেন আইডিটি তাঁর দখলে নেই।

এতে যেমন বিপদে পড়েছেন, তেমনি বিব্রতও হচ্ছেন তিনি। আইডিটি থেকে একের পর এক অস্বস্তিকর পোস্ট দেওয়া হচ্ছে। মৌসুমী বলেন, ‘যিনি বা যাঁরা আমার আইডি হ্যাক করেছেন তাঁদের কাছে অনুরোধ, আমার আইডিটি ফেরত দিন। আমার সব যোগাযোগের মাধ্যম ফেসবুক। শিডিউল থেকে শুরু করে নতুন নাটক বা চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব অনেকে ফেসবুকের মাধ্যমেই দিতেন। এখন সেগুলো থেকেও বঞ্চিত হচ্ছি। ’ পাশাপাশি মৌসুমী আরো বলেন, ‘আমার আইডি থেকে কোনো মেসেজ বা বাজে মন্তব্য করা হলে এর জন্য আমি দায়ী নই। কারণ এটি এখন আর আমার আইডি নয়। ’


মন্তব্য