kalerkantho


লায়লার মেয়ের বাসায় গুলাম আলী

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০লায়লার মেয়ের বাসায় গুলাম আলী

জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা এখন লন্ডনে। সেখানে মেয়ে তানি লায়লার বাসায় তাঁর নিমন্ত্রণে বেড়াতে যান উপমহাদেশের নন্দিত গজলশিল্পী গুলাম আলী। একফাঁকে রুনা লায়লা, তানি লায়লা এবং রুনার দুই নাতির সঙ্গে ছবি তোলেন গুলাম আলী। সেই ছবি ফেসবুকে পোস্ট করে রুনা লেখেন, ‘উইথ দ্য মায়েস্ট্রো গুলাম আলী সাহেব অ্যাট আওয়ার হোম ইন লন্ডন’ [লন্ডনে আমাদের বাড়িতে গুরু গুলাম আলী সাহেবের সঙ্গে]।


মন্তব্য