kalerkantho


আলম খানের জন্য শুভকামনা

রংবেরং প্রতিবেদক   

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০আলম খানের জন্য শুভকামনা

রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন সুরকার আলম খান। তাঁর প্রতি শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন কয়েকজন শিল্পী। আলম খানের জনপ্রিয় কিছু গান এবং জীবনের কিছু ঘটনা তুলে ধরে তাঁর ছবিসহ পোস্ট দেন সুরকার-সংগীত পরিচালক রাজেশ ঘোষ। পোস্টের শেষ ভাগে লেখেন, ‘সবার কাছে বিনয়ের সঙ্গে দোয়া কামনা করছি এই গুণী মানুষটির জন্য, তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও সংগীতের মাঝে নিজেকে বিলিয়ে দিতে পারেন।’ আলম খানকে নিয়ে দেওয়া ছেলে আরমান খানের পোস্ট শেয়ার করে গায়িকা দিনাত জাহান মুন্নী লেখেন, ‘সবাই শ্রদ্ধেয় আলম খানের জন্য দোয়া করবেন।’ শুভকামনা জানিয়ে পোস্ট দেন ক্লোজআপ ওয়ান খ্যাত গায়ক মুহিন। পোস্টের এক অংশে লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই ও জানাতে চাই যে গানকে এবং গানের মানুষগুলোতে বাঁচাতে এখন আপনার সাহায্য একান্ত কাম্য, দয়া করে সুদৃষ্টি দেবেন।’ তরুণ সুরকার-সংগীত পরিচালক ইফতেখার লেনিন এক ভিডিও বার্তায় আলম খানের প্রতি শুভকামনা জানান এবং সবার কাছে দোয়া চান। ভিডিওটি অনেকেই শেয়ার করেছেন।


মন্তব্য