kalerkantho

রবিবার । ১১ ডিসেম্বর ২০১৬। ২৭ অগ্রহায়ণ ১৪২৩। ১০ রবিউল আউয়াল ১৪৩৮।


রিমেক হচ্ছে লড়াকু

রংবেরং প্রতিবেদক   

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০১৯৮৬ সালে মুক্তি পাওয়া ‘লড়াকু’ ছবির মাধ্যমে ঢালিউডে শক্ত অবস্থান গড়েন রুবেল। এই ছবির পর থেকে পরিচালক শহিদুল ইসলাম খোকনও তাঁর পারিশ্রমিক বাড়িয়ে একসময় ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া পরিচালকের স্বীকৃতি পান।

৩০ বছর পর আবার ‘লড়াকু’ রিমেক হতে যাচ্ছে। পরিচালক ইফতেখার চৌধুরী ছবির নায়ক রুবেল ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানার সঙ্গে চূড়ান্ত আলোচনাও সেরেছেন। ছবির ৭০ শতাংশ শুটিং হবে থাইল্যান্ডে, ৩০ শতাংশ বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে। ইফতেখার বলেন, ‘গল্পের প্রয়োজনে ছবিতে নতুন একজন নায়ক প্রয়োজন। আমি ও রুবেল ভাই দুজনে মিলে খুঁজছি। অবশ্যই তাঁকে মার্শাল আর্টে পারদর্শী হতে হবে। রুবেল ভাই রিমেকে নায়ক না হলেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন। ছবির উপদেষ্টা হিসেবেও থাকবেন। জানুয়ারিতেই আমরা শুটিং শুরু করতে চাই। ’


মন্তব্য