kalerkantho


১০ কোটি অনুসারী

রংবেরং ডেস্ক   

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০১০ কোটি অনুসারী

অসুস্থতার জন্য গানের বিরতি নিয়েছেন। শেষ ছয় সপ্তাহে নতুন কোনো ছবিও দেননি। কিন্তু দুনিয়াজুড়ে তাঁর ভক্তসংখ্যা বাড়ছেই। আপাতত নীরব থাকলেও সেলিনা গোমেজের ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ১০ কোটি ছাড়িয়েছে। ইনস্টাগ্রামের ইতিহাসে তিনিই প্রথম, যিনি ১০ কোটির মাইলফলক ছুঁয়েছেন। তিনি ছাড়া এই সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে অনুসারীর দিক থেকে শীর্ষ পাঁচ তারকার চারজনই গায়িকা। ৯ কোটি ১৪ লাখ ও ৮ কোটি ৫৩ লাখ অনুসারী নিয়ে যথাক্রমে দুই ও তিনে আছেন টেইলর সুইফট ও বিয়ন্সে। চারে থাকা আরিয়ানা গ্রান্দের অনুসারী ৮ কোটি ৫০ লাখ। পাঁচ নম্বরে আছেন রিয়ালিটি শো তারকা কিম কার্দাশিয়ান। তাঁর অনুসারী ৮ কোটি ৩৬ লাখ।


মন্তব্য