kalerkantho

ইমদাদুল হক মিলনের উপন্যাসে

নায়িকা জলি

রংবেরং প্রতিবেদক   

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০নায়িকা জলি

ইমদাদুল হক মিলনের উপন্যাস ‘নদী উপাখ্যান’ নিয়ে নাদের চৌধুরী নির্মাণ করেন ‘লালচর’। সরকারি অনুদানের এই ছবি মুক্তি পায় গত বছর। এ বছরও ইমদাদুল হক মিলনের উপন্যাস নিয়ে ছবি করতে যাচ্ছেন নাদের চৌধুরী। নাম ‘মেয়েটি এখন কোথায় যাবে’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন জলি। এর আগে তিনি ‘অঙ্গার’ ও ‘নিয়তি’ নামের দুটি ছবিতে অভিনয় করেছেন। জলি বলেন, ‘আগের দুটি ছবি বাণিজ্যিক ঘরানার ছিল। তবে এবারের গল্প সাহিত্যনির্ভর। যখন প্রথম জানলাম ইমদাদুল হক মিলন স্যারের উপন্যাস অবলম্বনে ছবিটি তৈরি হবে, তখন থেকেই স্বপ্ন দেখতে শুরু করেছি। ১০ অক্টোবর থেকে ভোলায় টানা দেড় মাস শুটিং করব। আশা করছি, ভালো কিছু হবে।’ ‘মেয়েটি এখন কোথায় যাবে’ প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।


মন্তব্য