kalerkantho

আরো খবর

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০►   লাকী আখন্দেক বঙ্গবন্ধু মেডিক্যালে ভর্তি করা হয়েছে। সেখানেই চলছে চিকিৎসা।

►  সন্তানের নাম ‘সাইফিনা’ রাখতে চান সাইফ আলী খান। বিয়ের পর সাইফ-কারিনা দম্পতি এ নামেই পরিচিত ছিলেন।

►  ‘কফি উইথ করণ’-এর নতুন সিজনের প্রথম পর্বের অতিথি হতে পারেন শাহরুখ খান ও আলিয়া ভাট।

► হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করবেন লিওনার্দো ডিকাপ্রিও। সেখানে তাঁরা জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করবেন।


মন্তব্য