kalerkantho


অপর্ণার ‘সোনাটা’য় শাবানা আজমি

রংবেরং ডেস্ক   

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০অপর্ণার ‘সোনাটা’য় শাবানা আজমি

এক সাংবাদিক, এক সংস্কৃত শিক্ষক ও এক বহুজাতিক সংস্থার কর্মী—কর্মজীবী তিন সিঙ্গল নারীকে নিয়ে ২০০০ সালে নাটক লিখেছিলেন মহেশ এলকাঞ্চয়ার। সেটা অবলম্বনেই অপর্ণা সেনের নতুন ছবি ‘সোনাটা’। ইংরেজি ভাষার এই ছবি পরিচালনার সঙ্গে অভিনয়ও করেছেন অপর্ণা। অন্য দুই চরিত্রে বলিউড অভিনেত্রী শাবানা আজমি ও লিলেট দুবে। ছবিতে অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছেন শাবানা। সম্প্রতি তাঁর কণ্ঠে রেকর্ড করা হয়েছে রবীন্দ্রসংগীত। শাবানাকে গানের জন্য তৈরি করতে কোচ হিসেবে শারণী সেনকে নিয়োগ করা হয়। তার পরও গাওয়ার আগে ভীষণই নার্ভাস ছিলেন ভারতের জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রী, ‘শারণী খুব ধৈর্য নিয়ে আমাকে উৎসাহিত করেছে। জাভেদও [স্বামী জাভেদ আখতার] গাওয়ার জন্য চাপ দিয়েছে। তখন খুব ভয়ে ছিলাম, এটা একটা বড় চ্যালেঞ্জও ছিল। তার পরও রিনা [অপর্ণা সেন], শারণী ও জাভেদের জন্যই এটা সম্ভব হয়েছে। ওদের জন্যই আমি গাওয়ার সাহস করেছি।’


মন্তব্য