kalerkantho


স্টার প্লাসে হুমায়ূন আহমেদের 'আজ রবিবার'

রংবেরং প্রতিবেদক   

২৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০স্টার প্লাসে হুমায়ূন আহমেদের 'আজ রবিবার'

ভারতের জনপ্রিয় চ্যানেল স্টার প্লাসে প্রচারিত হবে হুমায়ূন আহমেদের ধারাবাহিক নাটক ‘আজ রবিবার’। ১ অক্টোবর থেকে রাত ৯টা ৩০ মিনিটে ‘টুডে ইজ সানডে’ নামে হিন্দিতে ডাবিং করে নাটকটি প্রচার করবে তারা। বিশ্বের ১৫০টি দেশে স্টার প্লাস চ্যানেলের দর্শকরা নাটকটি দেখতে পাবে।

এরই মধ্যে চ্যানেলটি প্রমো প্রচার শুরু করেছে। প্রমোতে মেহের আফরোজ শাওন ও হুমায়ূন আহমেদের বড় মেয়ে শীলা আহমেদের বেশ কিছু দৃশ্য ব্যবহার করা হয়েছে।

এ বিষয়ে শাওন বলেন, ‘হুমায়ূন আহমেদের ভক্ত হিসেবে এটা খুব গর্বের বিষয়। তবে একটু অস্বস্তিতেও আছি। পরিচিত মুখগুলোর কণ্ঠে হিন্দিটা কেমন লাগবে তা আঁচ করতে পারছি না। তবে হিন্দি নিয়ে আমার কোনো আপত্তি নেই। আর দশটা ভাষার মতো এটিও একটি ভাষা। আমাদের নাটক কিংবা ছবি যখন ইংরেজিতে সাবটাইটেল বা ডাবিং করা হয়, তখন কিন্তু ভালোই লাগে। তবে আসল ভালোলাগা হচ্ছে, নাটকটি শুধু ইন্ডিয়ায় নয়, সারা বিশ্বের ১৫০টি দেশে দেখা যাবে।’


মন্তব্য