kalerkantho

শীতের প্রেম

রংবেরং ডেস্ক   

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০শীতের প্রেম

‘ফ্যান্টম’, ‘ফিতুর’ থেকে ‘বার বার দেখো’—ক্যাটরিনা কাইফের সর্বশেষ তিন ছবিই ফ্লপ। এসব অবশ্য নতুন ছবি হাতে পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নয়। করণ জোহরের প্রযোজনায় ফাওয়াদ খানের অভিনয় করা আগে থেকেই প্রায় নিশ্চিত ছিল। এবার এতে যোগ হলেন ক্যাট। পাকিস্তানি এই অভিনেতার সঙ্গে এখন দারুণ বন্ধুত্ব করণের। তাঁর প্রযোজিত ‘কাপুর অ্যান্ড সন্স’-এর পর নিজের পরিচালনায় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এও আছেন তিনি। ফাওয়াদ-ক্যাটরিনার নতুন ছবির নাম ঠিক হয়নি। জানা গেছে, আগাগোড়া রোমান্টিক ছবিটির শুটিং হবে এই শীতেই, দিল্লিতে। এদিকে প্রযোজনা সংস্থা কিছু জানানোর আগেই সালমান খানের সঙ্গে নতুন ছবির ঘোষণা নিজেই দিয়েছেন ক্যাটরিনা। কয়েক দিন আগেই শোনা গিয়েছিল, সালমানের সঙ্গে ‘এক থা টাইগার’-এর সিক্যুয়াল ‘টাইগার জিন্দা হ্যায়’-এ জুটি বাঁধবেন ক্যাট। এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে ক্যাট বলেন, ‘ছবির নামটা দারুণ হয়েছে।’ এ দুই ছবির শুটিংয়ে সামনে ব্যস্ত সময় কাটবে অভিনেত্রীর। পোষা প্রাণীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন না। এ জন্য একটি তোতা পাখি কিনেছেন তিনি। কারণ কুকুর বা বিড়ালের মতো এই পাখির পেছনে তত সময় দিতে হয় না। চাইলে শুটিংয়ে আনা যায়, আবার একা একা বাড়িতেও রেখে আসা যায়।


মন্তব্য