kalerkantho


বিজ্ঞাপনে ব্র্যাঞ্জেলিনা বিচ্ছেদ

রংবেরং ডেস্ক   

২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০বিজ্ঞাপনে ব্র্যাঞ্জেলিনা বিচ্ছেদ

ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদ আক্ষরিক অর্থেই পুরো দুনিয়াকে ‘নাড়িয়ে’ দিয়ে গেছে। ভক্তদের দুঃখ প্রকাশ, মাদাম তুসোর জাদুঘর থেকে ব্র্যাঞ্জেলিনা বিচ্ছেদ—সবই হয়েছে এই কয়েক দিনে। এবার এ ঘটনার প্রভাব পাওয়া গেল বিজ্ঞাপনেও। অভিনব এই আইডিয়া নরওয়ের একটি বিমান সংস্থার। তারা অসলো থেকে লস অ্যাঞ্জেলেস ফ্লাইটের বিজ্ঞাপন দিয়েছে এভাবে, ‘লস অ্যাঞ্জেলেসে একজন অভিনেতা সদ্যই সিঙ্গল হয়েছেন। ভালো সেন্স অব হিউমার আছে এমন একজন সঙ্গী খুঁজছেন তিনি।’ সঙ্গে নিচে ভাড়াও দেওয়া আছে। আরেকটি বিজ্ঞাপনে সরাসরি অভিনেতার নাম উল্লেখ করেই ‘ব্র্যাড ইজ সিঙ্গল’ লিখে ভাড়ার মূল্যমান দেওয়া হয়েছে। মজার এই বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো সাড়া ফেলেছে। তবে এ ব্যাপারে অভিনেতার কোনো মন্তব্য পাওয়া যায়নি।


মন্তব্য