kalerkantho


বঙ্গবাহাদুরকে নিয়ে চলচ্চিত্র

রংবেরং প্রতিবেদক   

২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০বঙ্গবাহাদুরকে নিয়ে চলচ্চিত্র

ভারত থেকে বানের জলে ভেসে আসা হাতি বঙ্গবাহাদুরকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন কচি খন্দকার। এর মধ্যে চিত্রনাট্যের কাজ শেষ। আপাতত বিস্তারিত গল্প বলতে

চান না তিনি। তবে এতে সত্যি তুলে ধরার অঙ্গীকার করেছেন। বলেন, ‘ডিসেম্বরে শেরপুরে আমরা শুটিং শুরু করব। এটি আমার প্রথম চলচ্চিত্র। তাই প্রিপ্রোডাকশন নিয়ে বেশ

 হিসাব কষতে হচ্ছে। এখনো ছবির নায়ক-নায়িকা চূড়ান্ত করিনি। আগামী মাসেই সব কিছু ঠিক করে সংবাদ সম্মেলন করব। তখনই সব জানাব।’ বঙ্গবাহাদুরের অকালমৃত্যু ও আলোচনা-সমলোচনাই ছবির মূল বিষয়বস্তু।


মন্তব্য