kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।

লগান নিয়ে রাইড

রংবেরং ডেস্ক   

২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০মুক্তির পনেরো বছর পরও আমির খানের ‘লগান’ নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই।   জনপ্রিয় এই চলচ্চিত্র অবলম্বনে এবার তৈরি হচ্ছে রাইড।

সংযুক্ত আরব আমিরাতের বলিউড থিম পার্কে এবার যুক্ত হচ্ছে নতুন রাইড ‘লগান : থ্রিল অব ভিক্টরি’। কী থাকছে তাতে? ‘এখানে ভুবন [লগানে আমিরের নাম] নামে দুটি চরিত্র। একটি মূল ছবি থেকে নেওয়া। অন্যটি জুনিয়র ভুবন যে কিনা প্রথম ভুবনের নাতি। এই ভুবন ব্রিটিশ রাজের বিরুদ্ধে দাদুর ভূমিকা নিয়ে গর্ব করে। ছবিতে ঘটা ঘটনাগুলো ছাড়াও রাইডে নতুন কিছু বিষয় আছে। ’ বলেন আমির খান। এই রাইড যে দর্শকদের কাছে উপভোগ্য হবে তার নিশ্চয়তা দিচ্ছেন অভিনেতা, ‘রাইডটি খুবই উত্তেজনাপূর্ণ। যাঁরা ছবিটি দেখেছেন নিশ্চিতভাবেই তাঁরা নস্টালজিক হয়ে পড়বেন। ’ ‘লগান : থ্রিল অব ভিক্টরি’ দর্শকদের জন্য উন্মুক্ত হবে ৩১ অক্টোবর।


মন্তব্য