kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০১৬। ২৫ অগ্রহায়ণ ১৪২৩। ৮ রবিউল আউয়াল ১৪৩৮।


পরিচালনায় ডিপজলের মেয়ে

রংবেরং প্রতিবেদক   

২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০পরিচালনায় ডিপজলের মেয়ে

ছবি পরিচালনা করবেন অভিনেতা ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ার। ভৌতিক ঘরানার এ ছবির গল্প লিখেছেন ছটকু আহমেদে।

ডিপজল বলেন, ‘ওলিজা ছোটবেলা থেকেই সংস্কৃতিমনা। পড়াশোনা করেছে ইংল্যান্ডে। সম্প্রতি দেশে ফিরে তাঁর ইচ্ছার কথা জানায়। ওর ইচ্ছাকে প্রাধান্য দিতে ছটকু ভাইকে গল্প লেখার অনুরোধ করলাম। এভাবেই শুরু। আমার বিশ্বাস ও সফল হবে। ’

অক্টোবর থেকে ক্যামেরা ও পরিচালনার ওপর একটি কোর্স করবেন ওলিজা। তিন মাসের এই কোর্স শেষ হলেই ছবির শুটিং করবেন বলে জানান ডিপজল।


মন্তব্য