kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


পরের তিন ছবিতেও বুবলি

রংবেরং প্রতিবেদক   

২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০পরের তিন ছবিতেও বুবলি

এই ঈদে বড় পর্দায় অভিষেক ঘটেছে শবনম বুবলির। রাজু চৌধুরীর ‘শ্যুটার’ ও শামীম আহমেদ রনির ‘বসগিরি’—দুটি ছবিতেই শাকিবের বিপরীতে অভিনয় করে নজর কেড়েছেন।

আর এতে দারুণ উচ্ছ্বসিত শাকিব খান। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মসের পরের তিন ছবিতেও বুবলিকে নায়িকা করার ঘোষণা দিয়েছেন। বুবলির প্রশংসায় পঞ্চমুখ হয়ে এই নায়ক বলেন, ‘অপু বিশ্বাসের পর দর্শক আমার সঙ্গে বুবলিকেই গ্রহণ করেছে। প্রথম দুটি ছবি তার প্রমাণ। বুবলির অভিনয় দর্শকের ভালো লেগেছে বলে শুনেছি। আমি চাই, আমাদের জুটিটা আরো শক্ত হোক। সে কারণেই আমার প্রতিষ্ঠানের পরের তিনটি ছবিতে তাঁকে রাখছি। ’

এর মধ্যে একটি ছবির নাম ‘প্রিয়া রে’। শামীম আহমেদ রনির এই ছবির গল্প ও গান রেকর্ডিং শেষ। এ বছরই শুটিং। পরের দুটি ছবির শুটিং হবে আগামী বছর। ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি।


মন্তব্য