kalerkantho


ব্র্যাঞ্জেলিনা সংবাদ

কোতিয়া অন্তঃসত্ত্বা তবে বাবা ব্র্যাড নন

২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০কোতিয়া অন্তঃসত্ত্বা তবে বাবা ব্র্যাড নন

মারিয়ঁ কোতিয়া

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদের পর আঙুল তোলা হয়েছিল ফরাসি অভিনেত্রী মারিয়ঁ কোতিয়ার দিকে। বলা হচ্ছিল, তাঁর সঙ্গে ব্র্যাডের সম্পর্কের জের ধরেই এ বিচ্ছেদ। ঘটনার এক দিন পর মুখ খুলে এসব উড়িয়ে দিয়েছেন ‘ম্যাকবেথ’ অভিনেত্রী। এ ঘটনার আগে থেকেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গুজব ছিল। জোলির বিচ্ছেদের আবেদনের পর বলা হচ্ছিল, কোতিয়ার গর্ভে ব্র্যাডেরই সন্তান। ইনস্টাগ্রাম বিবৃতিতে এটা অস্বীকার করেছেন ৪০ বছর বয়সী অভিনেত্রী, ‘সাধারণত এসব ব্যাপারে মুখ খুলি না। কিন্তু গত চব্বিশ ঘণ্টায় পরিস্থিতি যেদিকে গেছে তাতে খুবই মর্মাহত। প্রথমত, আমার দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গেই দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছি। দ্বিতীয়ত, এই বিষয়কে ইঙ্গিত করে মিডিয়া ও অন্যরা খুব দ্রুতই আপত্তিকর একটা সিদ্ধান্তে পৌঁছেছে। আশা করি, দ্রুতই আপনারা ভুল বুঝতে পারবেন। শেষ কথা হলো, ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনার জন্য শুভকামনা। তাঁরা আমার কাছে খুবই শ্রদ্ধার মানুষ। এ বিষয়ে এটাই আমার প্রথম ও শেষ বিবৃতি।’মন্তব্য