kalerkantho

টিভি হাইলাইটস

২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০টিভি হাইলাইটস

লাক ভেলকি লাখ

আজ থেকে

লাক ভেলকি লাখ

চ্যানেল আইতে আজ শুরু হচ্ছে গেম শো ‘লাক ভেলকি লাখ’। ২৬ পর্বের এই শো প্রচারিত হবে প্রতি বুধ, বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। ৭ সেপ্টেম্বর প্রচার শুরু হওয়ার কথা থাকলেও ঈদের কারণে পিছিয়ে আনা হয়। সঞ্চালনায় নায়ক রিয়াজ ও অভিনেত্রী সোহানা সাবা। এতে যে কেউ অংশ নিতে পারেন। ভাগ্য সহায় হলেই তিনটি রাউন্ড শেষে একজন প্রতিযোগী জিতে নিতে পারবেন এক লাখ টাকা।

 

মিলার বারান্দা

বাংলাভিশনের রাত ৮টা ১৫ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘মিলার বারান্দা’। মঙ্গল ও বুধবার প্রচারিত হয় এটি। রচনা ও পরিচালনায় সাগর জাহান। অভিনয়ে আনিসুর রহমান মিলন, রিচি সোলায়মান, আফরান নিশো, আনিকা কবির শখ, বাঁধন, নওশাবা, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, মুনিরা মিঠু, ফারুক আহমেদ, সাজু খাদেম, শামীমা নাজনীন, শাহেদ আলি সুজন, মাসুদ হারুন, বাদল প্রমুখ।

 

আমেরিকাস গট ট্যালেন্ট

রিয়ালিটি শো ‘আমেরিকাস গট ট্যালেন্ট’। চলছে সিজন ১০। এটি যেকোনো বয়সের গায়ক, নৃত্যশিল্পী, জাদুকর ও হাস্যরসাত্মক অভিনেতাদের

আত্মপ্রকাশের মঞ্চ। সঞ্চালনায় অভিনেতা নিকোলাস ক্যানন। দেখা যাবে বিকেল ৫টা ৩০ ও রাত ৮টা ৩০ মিনিটে, জি ক্যাফেতে।

 

দ্য গ্রেট হিউম্যান রেস

আজকের পৃথিবীতে খাপ খাওয়া মানুষ কি কোটি কোটি বছর আগের আদিম অবস্থায় টিকে থাকতে পারবে? এ বিষয়টি নিয়েই ন্যাশনাল জিওগ্রাফিকের ধারাবাহিক ডকুমেন্টারি ‘দ্য গ্রেট হিউম্যান রেস’। পশুপালন যুগের জীবনযাত্রা নিয়ে এবারের পর্ব। দেখা যাবে রাত ১০টা ৩০ মিনিটে।


মন্তব্য