kalerkantho


২৫ ছবি ফ্লপ করলেও রণবির তারকা

রংবেরং ডেস্ক   

২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০২৫ ছবি ফ্লপ করলেও রণবির তারকা

‘বেশরম’, ‘বম্বে ভেলভেট’ থেকে ‘তামাশা’— শেষ কয়েক বছরে ছবি যা করেছেন, সবই ফ্লপ। করণ যোহরের সঙ্গে নতুন ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর ট্রেলার ও গান এর মধ্যেই হিট। অনেকে বলছেন, এ ছবি দিয়েই হয়তো আবারও ফিরবেন রণবির কাপুর। এ বক্তব্যের সঙ্গে অবশ্য একমত নন কারিনা কাপুর। তাঁর মতে, রণবিরের প্রমাণ করারও কিছু নেই, ফিরে আসারও কিছু নেই। টানা ছবি ফ্লপ হলেও কারিনা কথা বলেছেন চাচাতো ভাইয়ের পক্ষেই, “সবারই হিট আর ফ্লপ থাকে। আমারও আছে। ফ্লপেই সব শেষ হয়ে যায় না। রণবির অসাধারণ একজন অভিনেতা। আরো ২৫টি ছবি ফ্লপ হলেও সে তারকাই থাকবে। সে এই সময়ের সেরাদের একজন যে ‘রকেট সিং’, ‘বরফি’, ‘রকস্টার’ করছে।” তবে অন্য অনেকের মতো তিনিও রণবিরের নতুন ছবি দেখতে মুখিয়ে আছেন, সে কথা অবশ্য গোপন করেননি, ‘করণ আর রণবির—দুজনই আমার ভাই। দুজনকেই হৃদয়ের অন্তস্তল থেকে শুভেচ্ছা।’


মন্তব্য