kalerkantho


হিরো আলমকে নিয়ে নুহাশের চলচ্চিত্র

রংবেরং প্রতিবেদক   

২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০হিরো আলমকে নিয়ে নুহাশের চলচ্চিত্র

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ হিরো আলমকে নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করলেন নুহাশ হুমায়ূন। ‘হিরো আলম দ্য গ্যাংস্টার’ নামের চলচ্চিত্রটি ১৮ সেপ্টেম্বর ইউটিউবে প্রকাশ করেন নুহাশ নিজেই। শুধু তা-ই নয়, এর ধারাবর্ণনাও দিয়েছেন নিজে। ৫ মিনিট ৪ সেকেন্ডের চলচ্চিত্রটি নিয়ে বেশ সাড়া পড়েছে বলে দাবি করেছেন এই নির্মাতা। তিনি বলেন, ‘আলমকে নিয়ে বিভিন্ন ধরনের মতামত আছে। অনেকে পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন। আমি কোনো দিকে নই। দর্শকদের সামনে আলমের অতীত ও বর্তমানকে তুলে ধরেছি। তাঁর সহজ-সরল রূপ ফুটে উঠেছে চলচ্চিত্রটিতে।’ ‘হিরো আলম দ্য গ্যাংস্টার’ প্রযোজনা করেছে লিটল বিগ ফিল্মস।


মন্তব্য