kalerkantho

টিভি হাইলাইটস

২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০টিভি হাইলাইটস

আয়নাঘর

আয়নাঘর

এটিএন বাংলায় রাত ১০টা ৫৫ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘আয়নাঘর’। রচনা মাসুম রেজা। পরিচালনায় এস এ হক অলিক। অভিনয়ে আবুল হায়াত, আল মনসুর, সাবেরি আলম, নাদিয়া, সোনিয়া, অহনা, আমব্রিন, অপূর্ব, শহীদুজ্জামান সেলিম, সাব্বির প্রমুখ।

 

গানে গানে দেশে দেশে

বাংলাভিশনে রাত ১১টা ২৫ মিনিটে রয়েছে নিয়মিত সংগীতানুষ্ঠান ‘গানে গানে দেশে দেশে’। বাংলাসহ পৃথিবীর বিভিন্ন ভাষার গান নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়। অতিথি নাজমীন মিমি ও মুহিন। উপস্থাপনায় সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী।

 

টকিং মুভিজ

বিশ্ব সিনেমার খোঁজখবর নিয়ে বিবিসি ওয়ার্ল্ড নিউজের নিয়মিত অনুষ্ঠান ‘টকিং মুভিজ’। আজকের পর্ব সাজানো হয়েছে ‘টরন্টো ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসব’ নিয়ে। সঞ্চালক টম ব্রুকের সঙ্গে থাকবেন একজন চলচ্চিত্র সমালোচক। জানাবেন উৎসবে অংশ নেওয়া ছবি, পরিচালক, অভিনেতা-অভিনেত্রীদের খবর। প্রচারিত হবে দুপুর ২টায়।

ব্রেকিং ব্যাড

রসায়নের শিক্ষক ওয়াল্টার হোয়াইট। এমনিতে আর্থিক অবস্থা ভালো নয়, এমন সময় তাঁর ফুসফুসে ধরা পড়ে ক্যান্সার। তাহলে তাঁর মৃত্যুর পর পরিবারের কী হবে? পরিবারের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার কথা ভেবে ওয়াল্টার নেমে পড়েন অপরাধজগতে। সঙ্গী প্রাক্তন ছাত্র জেসি পিংকম্যান। পরিচালনায় মিশেল ম্যাকলারেন। দেখা যাবে আজ বিকেল ৩টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, এএক্সএনে।


মন্তব্য