kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০১৬। ২৪ অগ্রহায়ণ ১৪২৩। ৭ রবিউল আউয়াল ১৪৩৮।


সৈয়দ হককে দেখতে হাসপাতালে কবরী

রংবেরং প্রতিবেদক   

২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সৈয়দ হককে দেখতে হাসপাতালে কবরী

কবরী অভিনীত প্রথম ছবি ‘সুতরাং’-এর চিত্রনাট্য করেছিলেন সৈয়দ শামসুল হক। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন লেখককে দেখতে ১৭ সেপ্টেম্বর সেখানে যান কবরী।

অভিনেত্রীকে পেয়ে দারুণ খুশি হন কবি। ‘সুতরাং’ ছবির ‘পরানে দোলা দিল এ কোন ভোমরা’ গেয়ে কবরীকে স্বাগত জানান তিনি। কবরী বলেন, ‘হক ভাইয়ের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। কবিপত্নী আনোয়ারা সৈয়দ হকও ছিলেন। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর আগে থেকেই হক ভাইয়ের কেবিনে ছিলেন। সবাই মিলে আড্ডা দিয়েছি। পুরনো দিনের কথা খুব মনে পড়ছিল। হক ভাইকে আগের মতোই হাসিখুশি লেগেছে। তাঁর সুস্থতা কামনা করছি। ’


মন্তব্য