kalerkantho

শহিদকে নোটিশ

রংবেরং ডেস্ক   

১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০শহিদকে নোটিশ

অভিনেত্রী বিদ্যা বালান ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর নড়েচড়ে বসেছে মুম্বাই প্রশাসন। চলছে এডিস মশা-বিরোধী বিশেষ অভিযান। বাদ যাচ্ছে না তারকাদের বাড়িও। সেই ধারাবাহিকতায় মুম্বাই পৌরসভা কর্তৃপক্ষ গিয়েছিল অভিনেতা শহিদ কাপুরের বাড়ি পরীক্ষা করতে। কিন্তু প্রথমে তাদের ঢুকতে দেওয়া হয়নি। পরে পুলিশের সাহায্যে পুরো বাড়িতে তল্লাশি চালানো হয়। দেখা যায়, অভিনেতার বাড়ির অনেক জায়গা, বিশেষত সুইমিং পুল এডিস মশার বংশবিস্তারের উপযুক্ত জায়গা। পরে অভিনেতাকে সতর্ক করে নোটিশ পাঠায় কর্তৃপক্ষ। পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহিদ কাপুরও। তাঁর মুখপাত্র জানান, শহিদ উদ্যোগের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর সদ্যোজাত কন্যাও এতে আক্রান্ত হতে পারত। তিনি বর্ষা মৌসুমে ডেঙ্গুর বিস্তার সম্পর্কে সচেতন আছেন।


মন্তব্য