kalerkantho


পুরুষদেরও জিজ্ঞেস করুন

রংবেরং ডেস্ক   

১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০পুরুষদেরও জিজ্ঞেস করুন

‘পিংক’ ছবির ট্রেলারের শুরুতেই আছে সংলাপটা। আইনজীবী কাঠগড়ায় দাঁড়ানো মক্কেলকে জিজ্ঞেস করছেন, ‘আপনি কী কুমারী?’ ধর্ষণ ও তারপর এক মেয়ের অভিজ্ঞতা নিয়ে নির্মিত ছবিটিতে আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। ছবির প্রচারণায় ‘বিগ বি’ প্রশ্ন তুলেছেন—আদালতসহ নানা জায়গায় যেভাবে মেয়েদের সতীত্ব নিয়ে প্রশ্ন করা হয় সেভাবে পুরুষদের কেন করা হয় না? ‘আমরা শুধু মেয়েদের লক্ষ্য করেই এ প্রশ্ন ছুড়ে দিই। কিন্তু একই কথা তো পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাদেরও এ ব্যাপারে জিজ্ঞেস করা উচিত,’ বলেন অমিতাভ।

ভারতে ক্রমাগত বেড়ে চলা ধর্ষণ নিয়ে কথা বলেছেন তিনি, “বাইরে গেলেই এটা নিয়ে আমাদের কথা শুনতে হয়। সবাই বলে ভারত হলো ‘ধর্ষণের জায়গা’। এটা আর শুনতে চাই না। আমরা শুধু মুম্বাই, দিল্লি বা বড় বড় শহর নয়, পুরো দেশকেই ধর্ষণমুক্ত দেখতে চাই।”


মন্তব্য