kalerkantho

সমাজসেবায়

রংবেরং ডেস্ক   

১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সমাজসেবায়

বলিউডে তাঁর ফ্যাশন সচেতনতা নিয়ে অনেক গল্প থাকতে পারে। কিন্তু এসবের বাইরে যে তিনি সমাজসেবামূলক কাজেও সময় দেন এটাই বা জানত কজন? কিছুদিন হলো ‘দ্য কাডল ফাউন্ডেশন’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নাম লিখিয়েছেন সোনম কাপুর। এটি ভারতের একমাত্র সংস্থা, যারা ক্যান্সার আক্রান্ত শিশুদের পুষ্টি চাহিদা পূরণের জন্য কাজ করে থাকে। এই সংস্থাকে শুধু অর্থ সাহায্য দিয়েই নিজের দায়িত্ব শেষ করেননি ‘নিরজা’ তারকা। ক্যান্সার আক্রান্ত শিশুদের দেখার জন্য বেশ কয়েকবার হাসপাতালেও গিয়েছেন তিনি। সেসব কাজেরই ধারাবাহিকতায় সম্প্রতি গিয়েছিলেন টাটা মেমোরিয়াল হাসপাতালে। সেখানে কয়েক ঘণ্টা সময় কাটান অসুস্থ শিশুদের সঙ্গে। তাদের ‘গাবলু এবং তার জাদুর আংটি’ বইটি থেকে কিছু অংশ পড়ে শোনান। সেখানে চিকিৎসাধীন ১০টি শিশুর পুষ্টি পূরণের যাবতীয় দায়িত্ব গ্রহণ করেন সোনম।


মন্তব্য