kalerkantho


সংগীতানুষ্ঠান

১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০এটিএন বাংলা

সেই অনুভূতি [রাত ১০টা ৪০ মিনিট] : সামিয়া জাহানের একক সংগীতানুষ্ঠান।

 

এনটিভি

আমার মন ভুলায় রে [সকাল ৮টা ৩০ মিনিট] : অংশগ্রহণে রিংকু, পলাশ, পুলক।

লিভিং লিজেন্ডস [রাত ১টা ১৫ মিনিট] : অংশগ্রহণে মাইলস। উপস্থাপনায় নাবিলা।

 

দেশ টিভি

মিউজিক্যাল লাইভ [বিকেল ৩টা]: অংশগ্রহণে মামুন জাহিদ খান, শারমিন সাথি ইসলাম। মিউজিক্যাল লাইভ [রাত ১০টা] : অংশগ্রহণে পার্থ বড়ুয়া।

 

বৈশাখী

মিউজিক মোমেন্ট [রাত ১১টা ৩০ মিনিট] : অংশগ্রহণে আঁখি আলমগীর।

 

এসএ টিভি

অনুভবে ঈদ [রাত ১১টা ২০ মিনিট] : অংশগ্রহণে দিনাত জাহান মুন্নী, লিজা, রাজীব।

 

দীপ্ত টিভি

এমপ্লিফাইড [রাত ১২টা] : অংশগ্রহণে রাফা ও জেফার রহমান।

 


মন্তব্য