kalerkantho


১৫ বছর পর মাইলসে

রংবেরং প্রতিবেদক   

১২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০১৫ বছর পর মাইলসে

২৫ বছর ধরে গানের কথা লিখছেন মাহমুদ খুরশিদ। তাঁর লেখা অনেক গানই করেছে দেশের অন্যতম শীর্ষ ব্যান্ড মাইলস। এর মধ্যে জনপ্রিয়তা পেয়েছে ‘ধিকিধিকি’, ‘জ্বালা জ্বালা’, ‘নীলা’, ‘ফিরিয়ে দাও’, ‘জাদু’, ‘ভুলব না’, ‘হৃদয়হীনা’ প্রভৃতি। তবে গত ১৫ বছর মাইলসের জন্য কোনো গান লেখেননি তিনি। এবার আবারও লিখলেন। ঈদ উপলক্ষে ৯ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে প্রকাশিত হয়েছে মাইলসের নতুন অ্যালবাম ‘পরিবর্তন’। এতে খুরশিদের লেখা দুটি গান রয়েছে—‘নতুন ভোর’ ও ‘চাই তোমাকে’।

গীতিকার জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে নতুন ২৫টি গানের কথা লেখার পরিকল্পনার কথা জানান মাহমুদ খুরশিদ। এর মধ্যে কিছু গানে কণ্ঠ দেবে মাইলসও।


মন্তব্য