kalerkantho


সিরিয়া যুদ্ধের অবসানে

জোলি

রংবেরং ডেস্ক   

১২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সিরিয়া যুদ্ধের অবসানে

শুক্রবার জর্দানের আজরাক শরণার্থীশিবির পরিদর্শনে গেছেন অ্যাঞ্জেলিনা জোলি। জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের বিশেষ দূত হিসেবে সেখানে গেছেন এই অভিনেত্রী। শরণার্থী শিশুদের সঙ্গে অনেকটা সময় কাটান তিনি। এ সময় বিশ্বনেতাদের উদ্দেশে বলেন, ‘সামনের মাসে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধান এজেন্ডা হওয়া উচিত কিভাবে সিরিয়ার যুদ্ধ থামানো যায়। সিরিয়া সংকটের মূল কারণ কী, অবসানে কী কী প্রয়োজন—এ বিষয়ে আপনারা মৌলিক প্রশ্ন তুলুন।’

জোলি কষ্ট পাচ্ছেন শরণার্থীদের দুর্দশার কথা ভেবে। মধ্যপ্রাচ্য ও ইউরোপে দেখা দিয়েছে তীব্র শরণার্থী সংকট। তিনি বলেন, ‘সিরিয়ায় আটকে আছে কয়েক লাখ মানুষ, প্রতিদিন যারা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ৭৫ হাজার মানুষ আটকে আছে জর্দান সীমান্তের নো ম্যানস ল্যান্ডে। এদের মধ্যে আছে শিশু, গর্ভবতী নারী ও গুরুতর আহত কিছু মানুষ। এক মাস হলো তারা কোনো খাবারও পাচ্ছে না। এই সমস্যা জিইয়ে রেখে মানবতার কথা বলা অবান্তর।’


মন্তব্য