kalerkantho

সোমবার । ৫ ডিসেম্বর ২০১৬। ২১ অগ্রহায়ণ ১৪২৩। ৪ রবিউল আউয়াল ১৪৩৮।


গান লিখলেন শিল্পী হাবিব

রংবেরং প্রতিবেদক   

১০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০সুরকার, সংগীত পরিচালক ও গায়ক হিসেবে হাবিব ওয়াহিদকে চেনে সবাই। এবার গীতিকার হিসেবেও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি।

ঈদ উপলক্ষে রবি ইয়ন্ডার অ্যাপসে প্রকাশ করা হবে হাবিবের নতুন অ্যালবাম ‘তোমার ঠিকানা ২’। অ্যালবামে ‘অজানা পথ’ শিরোনামের একটি গানের কথা লিখেছেন হাবিব ওয়াহিদ।

তিনি বলেন, ‘১৪-১৫ বছর আগে দু-তিনটি গানের কথা লিখেছিলাম। সেগুলো প্রকাশ করিনি। এবার প্রথমবারের মতো প্রকাশ করছি। এটা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। ’ হাবিব আরো যোগ করেন, ‘গান লেখাটা আসলে ভেতর থেকেই আসে। ভাবতে ভাবতে এটা হয়ে গেছে। আমার কাছে ভালো লেগেছে। শ্রোতাদের পছন্দ হলেই হয়। ’


মন্তব্য