kalerkantho


হজে গেলেন সামিনা

রংবেরং প্রতিবেদক   

১০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০হজে গেলেন সামিনা

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ১৯ আগস্ট স্বামী ইজাজ খান স্বপনকে নিয়ে সৌদি আরবে গেছেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী। শুরুতে বিষয়টি কাউকে বলতে চাননি। পরে সেখান থেকেই জানিয়েছেন রংবেরং প্রতিবেদককে। সামিনা বলেন, ‘হজ পালন করতে এসে অন্য রকম এক শান্তি কাজ করছে মনে। বলে বোঝাতে পারব না। এটা আমার জীবনের শ্রেষ্ঠ অনুভূতিগুলোর একটি।’

আরো বলেন, ‘বন্ধু, ভক্ত, শুভাকাঙ্ক্ষী—সবার কাছে দোয়া চাই যাতে কাজটি শেষ করে সুন্দরভাবে দেশে ফিরতে পারি।’


মন্তব্য