kalerkantho


ঠাণ্ডা থেকে বাঁচতে

রংবেরং ডেস্ক   

১০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ঠাণ্ডা থেকে বাঁচতে

এই দিন কয়েক আগেই ঠাণ্ডা লেগে যাচ্ছেতাই অবস্থা হয়েছিল। নাকের পানি, চোখের পানি একাকার হওয়ার দশা। অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে বাধ্য হয়ে অ্যারিজোনার কনসার্টও বাতিল করেন অ্যাডেল। সারা বছর ভক্তরা প্রিয় শিল্পীর কনসার্টের জন্য অপেক্ষায় থাকে। তাই কনসার্ট বাতিল করতে খুবই কষ্ট হয়েছিল শিল্পীর। সে সময় ক্ষমা চেয়ে ভক্তদের কাছে এক ভিডিও বার্তাও দিয়েছিলেন। একই অবস্থা যাতে আর না হয় সে জন্য নিজের দলে ডাক্তার নিয়োগ দিয়েছেন শিল্পী, যাঁর কাজ হবে দলের সব সদস্যকে সতর্ক পর্যবেক্ষণে রাখা। ঠাণ্ডা যেহেতু ছোঁয়াচে তাই কার সঙ্গে কথা বলা অ্যাডেলের জন্য নিরাপদ সেটাও ঠিক করে দেবেন ডাক্তার। এতে করে ভক্তদের আর বিড়ম্বনায় পড়তে হবে না বলে আশা ২৮ বছর বয়সী ব্রিটিশ শিল্পীর, ‘কনসার্ট বাতিল হওয়ায় খুব কষ্ট পেয়েছিলাম। আমার জীবনে এমনটা কখনো হয়নি। এখন থেকে সম্ভব সব রকমভাবে সতর্ক থাকতে চাই।’


মন্তব্য