kalerkantho


নিলামে সেই পোশাক

রংবেরং ডেস্ক   

৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০নিলামে সেই পোশাক

১৯৬২ সালের ১৯ মে। মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ৪৫তম জন্মদিনে হাজির মেরিলিন মনরো। ম্যাডিসন স্কয়ারে সেদিন স্কিন টাইট গাউনে অভিনেত্রীকে দেখে যেন কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিলেন সবাই। ঘটনার পাঁচ দশকেরও বেশি পার হলেও মনরোর সেই পোশাকের কথা এখনো ভোলেনি মানুষ। সেই ‘ঐতিহাসিক’ পোশাক এবার উঠছে নিলামে। ১৭ নভেম্বর এই নিলামে পোশাকটি ৩০ লাখ ডলারে [প্রায় ২৩ কোটি ৫২ লাখ টাকা] বিক্রির আশা করছে কর্তৃপক্ষ। সেই পোশাকের বিশেষত্ব ছিল হাতে লাগানো আড়াই হাজারেরও বেশি ক্রিস্টাল, এত দিন পরেও যা ঠিকঠাকই আছে বলে দাবি নিলামকারী প্রতিষ্ঠানের। নিলামের আগে সাধারণ দর্শকদের জন্য পোশাকটির প্রদর্শনীর ব্যবস্থাও রাখা হয়েছে।


মন্তব্য