kalerkantho

রবিবার । ১১ ডিসেম্বর ২০১৬। ২৭ অগ্রহায়ণ ১৪২৩। ১০ রবিউল আউয়াল ১৪৩৮।


চলে গেলেন যোশেফ শতাব্দী

বিনোদন প্রতিবেদক   

৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ঢাকাই চলচ্চিত্রের কাহিনীকার ও চিত্রনাট্যকার যোশেফ শতাব্দী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত ৩টা ২০ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই কাহিনীকার দেড় বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। ১৯৭৭ সালে দেওয়ান নজরুলের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন তিনি। প্রথম ছবি ‘আসামী হাজির’ থেকে শুরু করে ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’, ‘বিক্ষোভ’, ‘বিয়ের ফুল’সহ অসংখ্য ছবির কাহিনী লিখেছেন। বলা হয়, তাঁর হাত ধরেই ২০০৬ সাল থেকে ইন্ডাস্ট্রিতে আবার মৌলিক গল্প লেখা শুরু হয়। গতকাল বাদ আসর সিরাজগঞ্জের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।


মন্তব্য