kalerkantho


উদয় অস্ত যাবে না

বিনোদন ডেস্ক   

৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০উদয় অস্ত যাবে না

বরাবরই তিনি ঠোঁটকাটা। এক সাক্ষাৎকারে নানা প্রসঙ্গে খোলামেলা কথা বলে বিপদে পড়েছিলেন। গুজব রটে, সেই সাক্ষাৎকারের কারণেই উদয় চোপড়ার সঙ্গে সম্পর্ক ভেঙে যায়, ভারত ছাড়েন নার্গিস ফাকরি। তিনি আর বলিউডে ফিরবেন না—এ খবরও রটে। তবে সেসব মিথ্যা করে দিয়ে তিনি ফিরেছেন। সঙ্গে খবরে ফিরেছে উদয় প্রসঙ্গ। নিজের ছবির প্রচারে গিয়ে উদয় চোপড়ার সঙ্গে প্রেম নিয়ে প্রশ্ন শুনতে শুনতে ক্লান্ত নার্গিস উত্তর দিয়েছেন মজা করেই, ‘উদয় সব সময়ই আমাকে খবরে রাখে, এটা দারুণ ব্যাপার।’ পরে সিরিয়াসলিও তিনি বলেছেন দুজনের সম্পর্ক নিয়ে। জানিয়েছেন অবশ্য পুরনো কথাই, ‘আবারও বলছি, আমরা প্রেম করছি না। কিন্তু সে সব সময়ই আমার জীবনের অংশ হয়ে থাকবে। ভারতে আমার খুব কম বন্ধুই আছে। উদয়কে বন্ধু হিসেবে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।’


মন্তব্য